বিপিএলে বিদায়ের সুর। গতকাল দুপুরের ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে হেরে বিদায় নিয়েছে খুলনা টাইটান্স। বিদায় ঘন্টা বাজতে চলেছিল সন্ধ্যায় নামা রাজশাহী কিংসেরও। তবে মরার আগে দারুণভাবে জ¦লে উঠলো তাদের ব্যাটসম্যানরা। কার্যকরী ফিফটি তুলে নিলেন ক্রিস চার্লস, মাঝে ঝড় তুললেন রায়ান...